খাদের কিনারা থেকে ফিরে আসা। আমার কাছে এখনো রূপকথার গল্পের চেয়ে কোনো অংশেই কম নয়। আজ আমি দাঁড়িয়ে আছি একটি সরকারি ভবনের করিডরে। গলায় ঝুলছে সেই পরিচিত আইডি কার্ড—লোগো দেওয়া সেই পরিচয়পত্র, যার স্বপ্ন একসময় আমার মা–বাবা দেখতেন। এই যে মায়ের চোখে হাসি, বাবার মুখে গর্ব, এটা পাওয়ার জন্যই তো এত দিন লড়েছি।