খুলনায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোগীর নাম করুনা বেগম, তার বয়স ৬০ বছর। এনিয়ে গত দুই দিনে খুলনায় তিন নারী করোনায় আক্রান্ত হলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বুধবার (১৮ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করুনা বেগম নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিবেন।
এদিকে হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তারের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
খুলনা গেজেট/হিমালয়/এএজে
The post খুলনায় আরেক নারী করোনায় আক্রান্ত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.