নগর প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে। এতে একদিকে জনজীবনে দেখা দিয়েছে ভোগান্তি, অন্যদিকে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে নগরীর কিছু নিচু এলাকা।
আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এমন অবস্থা আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির কারণে সকালে অফিস ও কর্মস্থলে যাওয়া-আসা ব্যাহত হয়। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের কাজে ভাটা পড়েছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, বৃষ্টির কারণে বিক্রিবাট্টায় নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে বরিশাল নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কীর্তনখোলা নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরের অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
The post বরিশালে থেমে থেমে বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.