লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল। এবার ক্রিকেট ইতিহাসেই অনন্য এক কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার।
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন মুশফিক। তবে গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে দেখা যায়নি মুশফিককে।
আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিক। আজ গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যান এই বাংলাদেশি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। যেখানে মুশফিক অপরাজিত আছেন ১৫৯ রান করে। এই ইনিংস খেলার পথেই গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রান ছাড়িয়ে গেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনের হাজারের বেশি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৬৫৪ রান), এরপরই আছেন দুই ইংলিশ উইকেটকিপার ব্যাটার যথাক্রমে জস বাটলার (১১,৮৮১ রান) ও জনি বেয়ারস্টো (১১,৫৮১ রান)।
খুলনা গেজেট/এএজে
The post গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.