রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের অটোচালক জাহিদ হোসেনের স্ত্রী লিজা বেগম (২৮) ও তার ছেলে জুবায়ের (৬) নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্বামী জাহিদ হোসেন জানান, ঢাকা থেকে ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে গতকাল রাত ১০টায় ইমাদ পরিবহনে করে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেন লিজা বেগম ও জুবায়ের। তাদের ভোর রাত আড়াইটায় রাজাপুর মেডিকেল মোড় এলাকায় পৌঁছানোর কথা ছিল। রাত ১২টার দিকে লিজার সঙ্গে শেষবারের মতো কথা হয় জাহিদের। তখন তিনি জানান, গাড়ি চলেছে।
এরপর থেকে লিজা ও জুবায়েরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
যদি কেউ তাদের সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: জাহিদ হোসেন — ০১৭৩৪৭০০৩৫৮। তাদের খোজ পেতে সবার সহযোগিতা কামনা করছে নিখোঁজ পরিবারের সদস্যরা।
The post রাজাপুরের মা-ছেলে নিখোঁজ, রাতে ঢাকার বাসে আসার পথে নিখোজ হন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.