নড়াইলের লোহাগড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে। এ ঘটনার পর থেকে জহির পলাতক রয়েছেন।
এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সমাজপতিরা সালিশ ও মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী বুধবার সকালে লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
The post দরজা ভেঙে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ appeared first on Ctg Times.