সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার, ১৯ জুন ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) সচিবালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা দুপুর সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা স্পষ্টভাবে জানান, সরকার যদি আজকের মধ্যে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করে, তবে আগামী রোববার (২২ জুন) থেকে সারা দেশে লাগাতার এবং কঠোর আন্দোলনের কর্মসূচি শুরু হবে। সেই আন্দোলনে দেশের সব স্তরের সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করার ঘোষণা দেন তারা।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সমাবেশে বক্তব্য রাখেন এবং আগামী দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আজ, ১৮ জুনের মধ্যে সরকার মেনে না নিলে, ২২ জুন থেকে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো এবং দেশের সব সরকারি কর্মচারীকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করবো।’

নুরুল ইসলামের ঘোষণার ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারও বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

The post সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা কর্মচারীদের appeared first on Ctg Times.