সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তাণ্ডব সিনেমার পাইরেসি কপি। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া রাজধানীর বনানী থানায় মামলা করার পরই তদন্ত করে তিন আসামিকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ। গ্রেফতার হলেন- ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর ও হল অপারেটর সাজেদুল ইসলাম।
বুধবার (১৮জুন) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, তাণ্ডব সিনেমার বিষয়ে প্রথমে একটি মামলা হয়। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বাদি হয়ে বনানী থানায় একটি মামলা করেন। ৪ জুন তার সিনেমাটি কতিপয় ব্যক্তি ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিংকে পাইরেসির মাধ্যমে প্রচার করে। তার কিছু এইচডি ভিডিও ক্লিপ পাইরেসি করে যখন প্রচার করে তখন তিনি (প্রযোজক) কিছু অজ্ঞাতনামা নামে লিংক উল্লেখ করে মামলাটি করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি বলেন, এরপরই আমরা কার্যক্রম শুরু করি এবং তিনজন আসামিকে গ্রেফতার করি। পাশাপাশি আমরা লিংকগুলো এ্যনালাইসিসের কাজ করি। মূলত আমরা এখানে দেখি টেলিগ্রাম চ্যনেলের মাধ্যমে সিনেমাটি প্রথম প্রচার হয় এবং সেটি (টেলিগ্রাম চ্যনেল) মূলত কে কন্ট্রোল করে, কারা কন্ট্রোল করে সেটা ডিবি সাইবার টিমের মাধ্যমে আমরা বের করতে পারবো। এছাড়াও এই অপরাধের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।
তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। আসামিদের মধ্যে একজন একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।
তাকে জিজ্ঞাসাবাদে তিনি যেই কয়েকজনের নাম বলেছেন যাদের মাধ্যমে এই পাইরেসি কপিটা পেয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই চলছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুজনের অবস্থান শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকগুলো যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে।
আর গ্রেফতার বাকি দুজন ঘোষণা দিয়েছেন যে এটার পাইরেসি কপি এসেছে। পাইরেসি একটা অপরাধ তাই আমরা এটা গুরুত্বের সঙ্গে দেখছি। এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট যাদের আমরা পাবো তাদেরও আইনের আওতায় নিয়ে আসবো।
The post টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ‘তাণ্ডব’ appeared first on Ctg Times.