ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেই নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন সাকিব আল হাসান। ২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নেওয়া সেই বোলিং ফিগার এখনও সিপিএলের ইতিহাসে সেরা। দীর্ঘদিন সেটিই ছিল বাংলাদেশের কোনো ক্রিকেটারেরও সেরা বোলিং পারফরম্যান্স।
সেই সাকিব আবারও ফিরছেন সিপিএলে। এবার খেলবেন অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে। সিপিএলের অফিসিয়াল পেইজে ঘোষণা করা হয়েছে তার অন্তর্ভুক্তির খবর। পাশাপাশি, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এক দশক আগে সাকিবের সেই ঐতিহাসিক পারফরম্যান্সের কথাও।
নিষিদ্ধ বোলিং অ্যাকশন শুধরে সাকিব মাঠে ফিরেছিলেন সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ দিয়ে। লাহোর কালান্দার্সের হয়ে খেলেন গুরুত্বপূর্ণ সময়গুলোতে, যদিও ফাইনালে ছিলেন না। তবে দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে তার অবদান ছিল চোখে পড়ার মতো।
জাতীয় দলে সাকিবের অধ্যায় এখন প্রায় শেষের পথে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ওয়ানডে দলেও নেই তিনি।
The post সিপিএলে ফিরছেন সাকিব, খেলবেন অ্যান্টিগার হয়ে appeared first on Bangladesher Khela.