প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী হাইটেক পার্কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এটিসি টেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান “ইনফিনিটি হাব”। নতুন প্রজন্মের ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশিয় ই-কমার্স খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে এই উদ্যোগ।

বুধবার বিকালে রাজশাহী হাইটেক পার্কে এই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন এটিসি টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি বলেন, গ্রাহকের সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই কাজ করব। আমাদের ওয়েবসাইটে যে পণ্য অর্ডার দেয়া হবে, গ্রাহক ঠিক সেটিই হাতে পাবেন এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশিয় প্রযুক্তি খাতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা যাচ্ছে।

The post ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম ইনফিনিটি হাবের উদ্বোধন appeared first on সোনালী সংবাদ.