শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস, এসএএস সুপারিনটেনডেন্ট মোশরাফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক।
প্রশিক্ষণে অপারেশন গাইড লাইন, আর্থিক ব্যবস্থাপনা, শিশু স্বাস্থ্য সুরক্ষা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশু আইন, ক্রয় ব্যস্থাপনা ও শিশুদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।
The post শিবগঞ্জে ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ appeared first on সোনালী সংবাদ.