কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী তানজিলা রোশদ লাবন্যের নতুন তিনটি গান রেকর্ড করলেন। ব্লু শক স্টুডিওতে ধারণকৃত গানগুলোর সঙ্গীত পরিচালনা করলেন শহীদ মাহমুদ।
‘যেদিন প্রথম আমি তোমায় দেখেছিলাম, ‘তোমারে বাঁধিতে মনে ইচ্ছা আমার হয়’, এবং ‘ছোট একটা মনের ভিতর’ গানের গীতিকার যথাক্রমে- তাইবুন নাহার রশিদ, ফজলুল বারী বাবু , অনিন্দ্য আসাদ। গান তিনটির চমৎকার সুর করেছেন শিল্পী নিজেই। উল্লেখ্য, প্রথম গানের রচয়িতা ডক্টর… বিস্তারিত