চলছে আমের ভরা মৌসুম। সুমিষ্ট আর রসাল পাকা আমের স্বাদ আর সুবাসে মজেছে সবাই। সকাল, বিকেল বা রাতেও যেন আম ছাড়া চলছেই না। কিন্তু কে কতটুকু আর খেতে পারবেন সে প্রশ্ন থেকেই যায়।