অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় দেশ আমাদের, উর্বরতায় পূর্ণ এবং তারুণ্যে ভরপুর। অপার সম্ভাবনার এই দেশটি যেন বারুদের মতো জুলিয়া পুনরায় যেন মিলাইয়া যায়। দেখা যায় বিবিধ অব্যবস্থাপনা, স্থবিরতা। বর্ষা মৌসুমের শুরু হইতেই বারংবার যে বাস্তবতার সম্মুখীন হইতেছি, তাহা কেবল প্রকৃতির রুদ্ররূপ নহে, বরং তাহা নিজেদেরই দায়িত্বজ্ঞানহীনতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং সামষ্টিক অদক্ষতা। এই বৎসরের ডেঙ্গু পরিস্থিতিও… বিস্তারিত