তোমার চোখ পড়ার শখ আমার,
তার জন্য তো পাশে বসা চাই!
আওয়াজ করব, সে সাহসই তো নেই।
সময়গুলো কেমন যেন!
চোখের পরই থাকে তবু কাছে আসে না।
মনেই হচ্ছে
তুমি আর সময় বুঝি এক সুতোয় গাঁথা!
তবু তোমার চোখ পড়ার ইচ্ছে আমার রয়েই যাবে।