রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত আড়াইটার দিকে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ডিবির এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামাতে গেলে ভেতরে থাকা মাদক কারবারিরা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম

The post রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.