চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদাহ থানার এনায়েতপুর গ্রামবাসী। পারিবারিক একটি অনুষ্ঠানের মাঝে ঘটে গেল বিরাট ভুল। ৬০ বছরের বৃদ্ধ নির্মল সরদার অসাবধানতাবশত মদ ভেবে খেয়ে ফেললেন জীবাণুনাশক তরল ডেটল।
জানা যায়, বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সকাল থেকেই নির্মল সরদার মদ্যপান করেছিলেন। এর একপর্যায়ে তিনি অসাবধানতাবশত ঘরে রাখা ডেটলের বোতলকে মদ ভেবে পান করেন। ঘটনার… বিস্তারিত