আগের দিন বিকেলেই পড়ে গিয়েছিলো ৯ উইকেট। শেষ জুটি নিয়ে আর খুব বেশি এগুনোর বাস্তবতা ছিলো না বাংলাদেশের, হয়ওনি। তৃতীয় দিন সকালে নেমে কেবল ১৬ বল টিকেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
গলে তৃতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৯৫ রানে। আসিতা ফার্নেন্দোর বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। তিনি ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ৮৬ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফল ওভার আসিতা।
দারুণ প্রথম… বিস্তারিত