বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে দেশে কোনো সংসদ নেই। গত দেড় যুগ সংসদ থাকলেও সেখানে কাজের চেয়ে অকাজই বেশি হয়েছে। নেতা নেত্রীদের স্তুতি আর প্রতিপক্ষের গোষ্ঠী উদ্ধারেই বেশির ভাগ সময় ব্যস্ত থেকেছেন সাংসদরা। আইন প্রণয়ন নিয়ে খুব কম সময় তারা ব্যয় করেছেন।
তিনি বলেন, গতকাল কিছুক্ষণ ঐকমত্য কমিশনের সভায় ছিলাম। প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়েছেন রাজনীতিবিদরা। মনে হচ্ছিল এই মুহূর্তে এটাই আমাদের বিকল্প সংসদ। রাজনৈতিক নেতৃবৃন্দ যেসব বিষয়ে আলোচনা করেছেন এগুলোই হয়ত আগামী দিনে আইনে পরিণত হবে। এই রাজনীতিবিদরেই কেউ কেউ হয়ত নির্বাচিত হয়ে আসবেন আইন প্রণেতা হিসেবে। এখন যেমন তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলছেন, সংসদেও হয়ত একইভাবে বিতর্কে অংশ নেবেন। কোনো কিছু মনমতো না হলে প্রতীকী প্রতিবাদ করবেন, ওয়াক আউট করবেন।
The post সভা থেকে দুই দলের `প্রতীকী ওয়াকআউট’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন আজাদ মজুমদার appeared first on Ctg Times.