কুমিল্লা জেলার সদর দক্ষিণে বেপরোয়া গতিতে আসা বাসের চাপায় পিকআপের হেলপার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মানিককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকায় অভিযান চালিয়ে সূত্রে উল্লেখিত মামলার পলাতক আসামি মানিক রতন ওরফে মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জস্থ র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০ মে পিকআপ চালক মো. জুয়েল ও হেলপার রিয়াজ পিকআপ গাড়ি নিয়ে পদুয়ার বাজার থেকে শিকারপুর খাদ্য গোডাউনে ভাড়া নেওয়ার জন্য রওয়ানা হয়ে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর শ্রীনিবাস এলাকাস্থ মা মৃতশিল্প অ্যান্ড হ্যান্ডিক্রাফটের সামনে ইউটার্ন করার সময় একইগামী লেনে একটি পদ্মা এক্সক্লুসিভ যাত্রীবাহী বাসের অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে স্বজোরে ধাক্কা দিলে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
পিকআপ গাড়ির চালক মো. জুয়েল ও টার সঙ্গে থাকা হেলাপার রিয়াজ গুরুতর আহত হন।
The post কুমিল্লায় পিকআপের হেলপার নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার appeared first on Ctg Times.