‘পাঠান’ আর ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন সিনেমা ‘কিং’-এ এক ভয়ঙ্কর ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে। শুটিংয়ের জন্য এবার কারাগারে তাণ্ডব চালাবেন বলিউড বাদশা শাহরুখ খান।

জানা গেছে, সেখানে এক বিদেশি কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল অ্যাকশন দৃশ্য। এই অ্যাকশন দৃশ্যে শাহরুখ খান একাই মোকাবিলা করছেন দু’শতাধিক স্টান্টম্যান। শুধু তাই নয়, দৃশ্যটির পরিকল্পনা ও কোরিওগ্রাফির জন্য পরিচালক সিদ্ধার্থ আনন্দ এনেছেন তিনজন আন্তর্জাতিক অ্যাকশন বিশেষজ্ঞ।

একটি সূত্র জানায়, ‘১৫ জুন কারাগারের ভেতরে জনসমাগমের দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নিয়েছেন প্রায় ২০০ স্টান্ট পারফর্মার। আগামী ২১ জুন পর্যন্ত এই অ্যাকশন দৃশ্যের শুটিং চলবে।’

এই দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছেন শাহরুখ খান। ছবিটিতে তার চরিত্রে যেমন রয়েছে নির্মমতা, তেমনি রয়েছে ঝলমলে গ্ল্যামার।

‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি আরও থাকছেন একঝাঁক তারকা। তারা হলেন- সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। ছবিতে মূল খলচরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।

ছবিটি প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে শুটিং করা হবে। এটি ২০২৬ সালের গান্ধীজয়ন্তী উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।

ছবির পটভূমি সংগীত করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন আর গানের সুরকার হিসেবে থাকছেন সাচিন-জিগার।

এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটবে শাহরুখ কন্যা সুহানা খানের।

The post কারাগারে শাহরুখ খানের তাণ্ডব appeared first on Ctg Times.