সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১৮ জুন) রাতে বিজিবি তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, সীমান্ত পথে পুশইনকৃত এসব বাংলাদেশীরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদেরকে বুধবার রাতে সদর থানায় সোপর্দ করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই বাছাই চলছে। তাদেরও পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এসব ব্যক্তিরা সবাই বাংলাদেশী নাগরিক।
খুলনা গেজেট/এনএম
The post সাতক্ষীরা সীমান্তে ছয় জনকে পুশইন করেছে বিএসএফ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.