পৃথিবীর বায়ুমণ্ডলে চারপাশের বাতাসে অদৃশ্য জলীয় বাষ্প থাকে। যখন সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল পানির ছোট ছোট কণায় বা কঠিন বরফকণায় রূপান্তরিত হয়, তখন দৃশ্যমান মেঘ তৈরি হয়।