দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একইসাথে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ জুন) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার কতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন এবং অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার। আদালত দু’জনের সাজা দিলেও পিল্টন হাওলাদার পলাতক রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে ষ্টেশনের সামনে ট্রাফিক গোল চত্বরের সামনে দু’জন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দু’জন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ এ সময়ে তাদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন এবং একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন এবং মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খুলনা গেজেট/এএজে
The post খুলনায় দুই মাদক কারবারির যাবজ্জীবন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.