জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সেনাসদরে বাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানানো হয়।
এদিন দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইনশৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিং করেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। এসময় সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো অফিসিয়ালি নির্দেশনা পায়নি তারা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।
পুশ ইনের বিষয়ে এ কর্মকর্তা জানান, সীমান্তে বর্ডার গার্ড ও কোস্টগার্ড কাজ করছে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। তবে সেনাবাহিনী অন্তর্ভুক্ত করার অবস্থান এখনো তৈরি হয়নি। এছাড়া থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থান পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী কাজ করছে, অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও জানানো হয়।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত তিন সপ্তাহে বিভিন্ন ধরণের অপরাধের সাথে সম্পৃক্ত ১৯৯৬ জনসহ এ পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মব ভায়োলেন্স ও যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেদের কঠোর অবস্থানের কথা আবারও জানায় বাহিনী।
The post নির্বাচনের কোনো নির্দেশনা না পেলেও দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী appeared first on Ctg Times.