বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নগর ভবনের বিষয়ে এখন আর চুপ থাকার সুযোগ নেই। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সচেতন রয়েছে। স্থানীয় সরকার এ নিয়ে কাজ করছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ চলছে।
তিনি বলেন, উন্নয়নের সুষম বণ্টনে সারাদেশকে নিয়ে আসতে চায় সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের কোনো এলাকা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সে ব্যবস্থা করছে অন্তর্বর্তী সরকার।
এদিন উপজেলা পরিষদের মাধ্যমে সারাদেশে ৪৪টি লাইব্রেরির ভার্চুয়াল উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
The post নগর ভবনে সেবা ব্যাহত, শিগগিরই ব্যবস্থা: আসিফ মাহমুদ appeared first on Ctg Times.