অনলাইন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে শান্তি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। খবর এএফপি’র।
পুতিন আরও বলেন, ‘সামরিক আইনের আওতায় জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শান্তিচুক্তিতে তার সই করার কোনো অধিকার নেই। তবে কিয়েভ এই দাবিকে ভিত্তিহীন প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।’
সেন্ট পিটার্সবার্গে এএফপিসহ বিদেশি সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমাদের এমন একটি সমাধানে পৌঁছাতে হবে, যা কেবল বর্তমান সংঘাতের অবসানই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আবার যেন না ঘটে, সেটিও নিশ্চিত করবে।’
তবে তিনি যোগ করেন, আলোচনাটা হবে কেবল ‘চূড়ান্ত পর্যায়ে’, যেন বারবার বিষয়টি নিয়ে বসতে না হয়, বরং তা একবারেই শেষ করা যায়।
তিন বছর ধরে চলা যুদ্ধ শেষ করার আলোচনা সম্প্রতি থেমে গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধে তার কঠোর শর্তগুলো থেকে সরে আসছেন না। একইসঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সরাসরি দেখা করতে রাজি নন।
কিয়েভ অভিযোগ করেছে, মস্কো শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।
সূত্র: বাসস
The post শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছালে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন পুতিন appeared first on সোনালী সংবাদ.