বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর র‌উফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিন তামান্না এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা,বাংলাদেশ ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি রহমত‌উল্লাহ, উপজেলা কৃষকদলের দলের সভাপতি আরিফুল রহমান রতন,বাংলাদেশ ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহাবুব ইসলাম নজরুল, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু ,বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা গন‌অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রানা আহমেদ প্রমূখ। এসময় উপ_সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর ইসলাম সুমন, রফিকুল ইসলাম, লিপি আক্তার সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর কৃষক, উপ-সহকারী গন ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন জরুরি। পাশাপাশি তারা কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিভিত্তিক সংগঠনগুলোর দ্রুত নিবন্ধনের দাবি তোলা হয় কংগ্রেসে।

The post বাবুগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.