
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা জেলায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ—৬৩ জন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ১৩ জন।
অন্যদিকে পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন, যা বিভাগজুড়ে সর্বাধিক। তবে ঝালকাঠি জেলায় এদিন নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১১০ জন। বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে শুধু বরগুনায় রয়েছেন ২৩২ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩ হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৭৭০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৮ জন।
”তিনি আরও বলেন, “বরিশাল বিভাগের প্রতিটি জেলাতেই ডেঙ্গু রোগী রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধই সবচেয়ে জরুরি। চিকিৎসা ব্যবস্থার একটি সীমা আছে—সেই সীমার বাইরে গেলে কিছু করা সম্ভব হবে না। তাই সবার আগে প্রয়োজন সচেতনতা। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার বিস্তার রোধে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।”
The post বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১০ জন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.