আন্তর্জাতিক মঞ্চে এবারও আলো ছড়াতে প্রস্তুত রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সফল এই ফ্র্যাঞ্চাইজিটি। দল ঘোষণা থেকেই স্পষ্ট, এবারও তারা বাজি ধরেছে অভিজ্ঞতা আর আন্তর্জাতিক মানের তারকায় ভর করে।

গত আসরের চ্যাম্পিয়ন রংপুর এবারও নামছে আত্মবিশ্বাস নিয়ে। দলে রয়েছেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, দক্ষিণ আফ্রিকার বিশ্বজয়ী স্পিনার তাবরাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সের মতো আন্তর্জাতিক তারকারা। দেশের তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, ইফতেখার আহমেদ, নাইম শেখ, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বির মতো অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটাররা।

‘নতুন বল ব্যবহারে আরো উন্নতির’ তাগিদ শন টেইটের’নতুন বল ব্যবহারে আরো উন্নতির’ তাগিদ শন টেইটের

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বও সমানতালে বেড়েছে। গ্লোবাল সুপার লিগ সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। এবার সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স, যাদের দলে তারকা সমাহারে কোনো ঘাটতি নেই।

স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তাবরাইজ শামসি, যিনি আইসিসির র‌্যাংকিংয়ের নিয়মিত মুখ। পেস বিভাগে আছেন পাকিস্তানের উদীয়মান পেসার আকিফ জাভেদ ও বাংলাদেশের অভিজ্ঞ রাব্বি-রনি জুটি। ব্যাটিংয়ে নেতৃত্বে থাকবেন ইব্রাহিম জাদরান ও কাইল মেয়ার্স, যাদের রয়েছে বড় মঞ্চে পারফর্ম করার যথেষ্ট অভিজ্ঞতা। দলের ভারসাম্য তৈরি করতে অলরাউন্ডার হিসেবে আছেন ইফতেখার আহমেদ ও সৌম্য সরকার।

অধিনায়ক হিসেবে থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে আগের মৌসুমে রংপুর রাইডার্স শিরোপা জিতেছিল। দলের কৌশল, মাঠে আক্রমণাত্মক মনোভাব ও চৌকস দলগঠনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

তিন উপদেষ্টা নিয়োগের যে ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতিতিন উপদেষ্টা নিয়োগের যে ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি

রংপুর রাইডার্সের ঘোষিত স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

সব মিলিয়ে অভিজ্ঞতা ও প্রতিভার মিশেলে গড়া রংপুর রাইডার্সের এই দলটি গায়ানায় রোমাঞ্চ ছড়ানোর মতো প্রস্তুত। এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামছে তারা। প্রশ্ন একটাই—তারা কি পারবে সেই সাফল্য পুনরাবৃত্তি করতে? ক্রিকেটপ্রেমীরা আপাতত তাকিয়ে রইলেন গায়ানার দিকে।

The post তারকাঠাসা দল নিয়ে উইন্ডিজ যাচ্ছে রংপুর রাইডার্স appeared first on Bangladesher Khela.