অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। গতবারের মতো এবারও তাকে দলে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে রিশাদকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হ্যারিকেনস। যদিও আগের মৌসুমে বিপিএলের সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলতে পারেননি রিশাদ।
আজ অনুষ্ঠিত হচ্ছে বিবিএলের প্লেয়ার ড্রাফট। সেখানে রয়েছেন আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে প্রকাশ করেছে ড্রাফটে থাকা ৪৪০ জন পুরুষ ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম। সেখান থেকেই আটটি দল বেছে নেবে তাদের পছন্দের খেলোয়াড়। তবে এখন পর্যন্ত রিশাদ ছাড়া অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি।
তবে রিশাদের বিগ ব্যাশে খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার ওপর। কারণ, সম্ভাব্য সূচি অনুযায়ী বিবিএলের সময় একই সঙ্গে চলতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও এখনো দুটি টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ হয়নি।
The post বিগ ব্যাশে সরাসরি দল পেলেন রিশাদ appeared first on Bangladesher Khela.