পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ফল প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ইউএনও আরিফ আদনান। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিন আখতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কর্মকর্তা ও অর্ধশতাধিক আমচাষি উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষি সহ সকলকে বেশি বেশি ফলের গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।
The post পোরশায় জাতীয় ফল মেলার উদ্বোধন appeared first on সোনালী সংবাদ.