বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে অজ্ঞাত ৬৫ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল সকালে উপজেলার বিনোদপুর বাজার থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। পরে বাঘা থানার পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- চকছাতারী গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিনর (৫০) ও মজিবর রহমানের ছেলে আলামিন ইসলাম (২৬)। ওয়ারেন্টভুক্ত আসামি কেশবপুর গ্রামের আবদুল মালেক শেখের ছেলে সাকিবুর রহমান শেখ (৪৫) ও আড়ানী জোতরঘু দশানীপাড়া গ্রামের মৃত হারান চন্দ্র হালদারের ছেলে সুজিত হালদার (৪২)।
বাঘা থানার ওসি অ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। এছাড়া দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
The post বাঘায় পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪, অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার appeared first on সোনালী সংবাদ.