দীর্ঘদিন ধরেই বিশ্বে এক নম্বর হিসাবে বিবেচিত হয়ে এসেছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ‘আয়রন ডোম’, ‘অ্যারো-৩’, ‘অ্যারো-২’, ‘ডেভিড’স স্লিংসহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমার মালিক। 
কিন্তু ইরানের পালটা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে। হাইপারসনিক প্রযুক্তি,… বিস্তারিত