বিখ্যাত ইংরেজ লেখক উইলফ্রেড ওয়েনের একটি অসাধারণ যুদ্ধবিরোধী কবিতা রহিয়াছে। সেইখানে তিনি বলিয়াছেন- ‘যদি তুমি দেখিতে পারিতে/ কেমন করিয়া রক্তে ভাসিয়া যায় তাহার ফুসফুস,/ কেমন করিয়া সে হেঁচকি তোলে,/ মৃত্যু ঠেকাইতে ব্যর্থ এক জীবন্ত দগ্ধ শরীর তাহার/তবে তুমি বলিতে না-যুদ্ধের জন্য জীবন দেওয়াটাই মহৎ কাজ!’ প্রকৃত অর্থে, পৃথিবীর ইতিহাস যুদ্ধের রক্তরঞ্জিত পৃষ্ঠায় রচিত। সভ্যতার উষালগ্ন হইতে মানবজাতি যুদ্ধকে… বিস্তারিত