একটা উপলক্ষ পেলেই হয়। বাঙালি মেতে ওঠে খাবার নিয়ে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। খিচুড়ি তার চাই–ই চাই। তবে হ্যাঁ, বর্ষায় খিচুড়ি কেবল আনন্দের উপলক্ষ নয়, শারীরকে সুস্থও রাখে।