পরের জন্মে আমি হব শিউলি
সন্ধ্যার পর ম ম গন্ধ বিলাব
বিশেষ করে চাঁদনি রাতে
সবাই বলবে আশপাশে শিউলি আছে
কই গাছটা?
খুঁজে নেবে আমায়,
ছুঁয়ে দেখবে আলতো হাতে।