বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ যে উচ্চতায় পৌঁছেছেন তার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও অগণিত ফ্লপ ছবির ইতিহাস। তবে ১৯৭৮ সালটি তার ক্যারিয়ারে এক নতুন মোড় নিয়ে আসে। এই বছরই পরপর তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তিনি বলিউডে নিজের আসন পাকাপোক্ত করেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবিটি অমিতাভকে সুপারস্টারের তকমা এনে দেয়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে ঝড় তোলে।

প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন ও রেখার অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কাদের খানের লেখা এই ছবির গল্প সেই সাথে জনপ্রিয় গানগুলো এর সাফল্যের অন্যতম কারণ ছিল। আইএমডিবিতে ছবিটির রেটিং ৭.৪।

মাত্র ১ কোটি টাকা বাজেটের ‘মুকাদ্দার কা সিকান্দার’ ২৬ কোটি টাকারও বেশি আয় করে সেই বছরের সর্বকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিতে পরিণত হয়। একই বছর অমিতাভের ‘ডন’ এবং ‘ত্রিশূল’ দারুণ হিট হয়।

মজার ব্যাপার হলো, ১৯৭৮ সালে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সুপারহিট ছবি ‘আজাদ’ এবং বিনোদ খান্নার ‘ম্যায় তুলসী তেরে আঙ্গান কি’ মুক্তি পেলেও অমিতাভের ছবির কাছে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। এভাবেই ‘মুকাদ্দার কা সিকান্দার’ অমিতাভ বচ্চনের ক্যারিয়ারে এক মাইলফলক হয়ে দাঁড়ায় যা তাকে বলিউড সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে।

 

খুলনা গেজেট/এনএম

The post যে সিনেমার কারণে অমিতাভ আজ সুপারস্টার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.