অনলাইন ডেস্ক: ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক থেকে সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা।
তবে হঠাৎ এ সফরের উদ্দেশ্য কী—তা স্পষ্ট করেননি মাহি। নিউইয়র্ক পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।”—যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।
যাত্রার বিষয় জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’
তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ আর ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কেবল হেসে এড়িয়ে যান মাহি।
মাহিয়ার ক্যারিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে। ‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শকমনে জায়গা করে নেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন তার অভিনয়জীবনকে বারবার থমকে দিয়েছে।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কে ইতি টানেন। এরপর ২০২১ সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে। সেই সংসারেও জন্ম নেয় একটি সন্তান—ফারিশ। তবে আড়াই বছর পর সে সম্পর্কও ভেঙে যায়।
চলচ্চিত্রে ফিরে আসার কথা বললেও এখন পর্যন্ত নতুন কোনো কাজ শুরু করেননি মাহি। সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে।
The post দেশ ছাড়লেন নায়িকা মাহি appeared first on সোনালী সংবাদ.