চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয় অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো: জাদু (৪৪) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে।

শুক্রবার (২০ জুন) ভোরে হারদী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. জাদু সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী অভিযানে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম

The post চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.