আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে এক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে একটি সামরিক ঘাঁটিতে অনুপ্রবেশ করে দুটি প্লেনে আঘাত করার দাবি করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। 

শুক্রবার (২০ জুন) প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন জানিয়েছে, তাদের দুই কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইস নর্টন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে দুটি ভয়েজার প্লেন ক্ষতিগ্রস্ত করেছেন।

প্লেন দুটি যুক্তরাজ্যের সামরিক জ্বালানি সরবরাহ ও পরিবহনের কাজে ব্যবহৃত হতো। 

সংগঠনটি দাবি করেছে, বৈদ্যুতিক স্কুটারে করে কর্মীরা রানওয়ের ভেতরে ঢুকে পড়েন।

পরে তারা পুরনো ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে প্লেন ও রানওয়ের ওপর লাল রঙ ছড়িয়ে দেন, যা ‘রক্তের প্রতীক’ হিসেবে ব্যবহার করা হয়। এরপর রড ও লোহার শাবল দিয়ে প্লেনগুলোতে আঘাত করা হয়। 

সংগঠনটির এক মুখপাত্র বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখে প্রতিবাদ করলেও, ব্রিটেন এখনো সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিমানগুলো গাজার আকাশে উড়ছে, ব্রিটিশ বিমান ঘাঁটিগুলো থেকে মার্কিন ও ইসরায়েলি বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। 

সংগঠনটি ঘটনাস্থলের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযানের পর কর্মীরা আটক হননি।  

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

তথ্যসূত্র: আল জাজিরা

The post ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ঢুকে প্লেনে আঘাত করলো ফিলিস্তিনপন্থীরা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.