ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আব্বাস উদ্দীন হাওলাদার নামের এক কৃষক। শুত্রæবার সকাল পৌনে ১১ টার দিকে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। আব্বাস উদ্দীন রাজাপুর উপজেলা সদরের গোরস্থান রোডের বাসিন্দা এবং মৃতঃ আফসার উদ্দীন হাওলাদারের ছেলে। সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রানা। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, পৈতৃক ও কবলাকৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ আতœীয় জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার, শাহজাহান হাওলাদার ও মাকসুদা বেগমের সাথে বিরোধ চলে আসছিলো। বিরোধীয় জমি নিয়ে গত দুই মাস আগে মাকসুদা বেগম বাদি হয়ে ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তভার আসে উপজেলা ভুমি অফিসে। উপজেলা ভুমি অফিস থেকে ১৯ তারিখ বৃহস্পতিবার বেলা ১২ টায় সরজমিনে পরিদর্শনে এসে বাদি বিবাদী উভয়ের সাথে কথা বলেন তারা। ঠিক সেই সময়ে প্রতিপক্ষ মাকসুদা বেগমের মেয়ে জামাই কাউন্টার ব্যবসায়ী অহিদ সাইফুল দখলীয় সম্পত্তির সিমানার বেরা ভাংচুর করে এবং ভয়ভিতী দেখিয়ে মাদক মামলাসহ বিভিন্ন মামলা দিয়ে সর্বশান্ত করে দেয়ার হুমকি দেয়। এ সময় তার সাথে সবুজ নামের আরেক ব্যক্তি ছিলো। তাদের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা চাচতো ভাই সাইদুল’কে মারধর শুরু করে এবং আরেক চাচাতো ভাই সিয়ামের মাথা ফাটিয়ে ফেলে অহিদ সাইফুল হ প্রতিপক্ষরা। এরপরে অহিদ সাইফুল তার মেয়ে হাসি’কে লাথি মারে ও হাড়ি-পাতিল ভাংচুর করে। তখন আশেপাশের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধস্তাধস্তি শুরু হয়। যায় একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় জিডি করেছি এবং সিয়াম রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অহিদ সাইফুল বিগত দিনে আওয়ামীলীগের প্রভাব খাঁটিয়ে আমিসহ আমার চাচা নাসির হাওলাদাকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখানোসহ হয়রানী করে আসছে। সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভন্ন যায়গায় চাঁদাবাজীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে জিম্মি করে হয়রানী করেছে। তার নামে একটি ধর্ষণ মামলাও ছিলো। তিনি বেশ কিছুদিন সেই মামলায় কারাবরণ করেছিলো। এ বিষয়ে অভিযোগের বিষয়ে অহিদ সাইফুল বলেন, শ^াশুড়ির জমি নিয়ে মামলা হলে ভূমি অফিস থেকে তার তদন্ত আসলে দূরে অবস্থান করে ভিভিও করতেছিলাম। ঠিক সেই সময়ে প্রতিপক্ষরা মিলে তাকেসহ তার আত্মীয়স্বজনদের মারধর করে আহত করেছে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারন ডাইরী হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
The post রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.