ছেলের বাগদত্তাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলেন ৫৫ বছরের ব্যক্তি। উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরপরই নবদম্পতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে স্থানীয় পঞ্চায়েত।

এক বছর আগে আজিম নগর থানা এলাকার একটি মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে ঠিক করে আলিগড়ের এক মধ্যবয়সী ব্যক্তি। এরপর থেকেই হবু শ্বশুরবাড়িতে ঘনঘন যাতায়াত ছিল হবু পুত্রবধূর। এই সময়ই ধীরে ধীরে ওই ব্যক্তির হবু পুত্রবধূর প্রতি অনুভূতি তৈরি হয়। পরিবারের অজান্তেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।

আট দিন আগে, অসুস্থতার কারণে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অজুহাতে, লোকটি মেয়েটিকে তার গাড়িতে করে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তারা ফিরে না আসায়, মেয়েটির পরিবার ব্যক্তিটির সঙ্গে যোগাযোগ করলে, সে দাবি করে যে- মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দুই দিন ধরে আর কোনও খবর পাওয়া যায়নি, পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের জন্য নানা অজুহাত দেখানো হয়েছিল।

ছেলের বাগদত্তাকে বিয়ে করার পর হবু শ্বশুর বাড়ি ফিরে আসেন। ফলে পরিস্থিতি চরমে পৌঁছায়। পরিবারে অশান্তি শুরু হয়। যার ফলে বাবা-ছেলের মধ্যে  ঝগড়া, মারামারি হয়। নববধূ এবং তার শাশুড়ির মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এই বিরোধ ক্রমশ হিংসার দিকে এগিয়ে যায়। কিন্তু স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার জেরে গ্রাম পঞ্চায়েতে বৈঠক বসে। ৫৫ বছরের ওই ব্যক্তি এবং তার নববধূকে গ্রাম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। দম্পতি এখন অন্য গ্রামে বসবাস করছেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে মেয়েটির পরিবার চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

The post ছেলের হবু বউকে পালিয়ে বিয়ে করলো শ্বশুর appeared first on Ctg Times.