তিনি বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সিলেটের বিয়ানীবাজারের একটি অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও সিলেট-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমির মাওলানা জমির হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল- জুলুম চালিয়েছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূূল্যবোধ ধ্বংস করে দিয়ে গত প্রায় ১৬ বছর ধরে অপশাসন ও দুঃশাসন চালিয়েছে। তারা দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্যই কথিত বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের একের পর হত্যা করেছে। তারা জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচারবিভাগ ও শিক্ষা প্রশাসন সহ রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে দীর্ঘ মেয়াদে দেশে অপশাসন-দুঃশাসন চালিয়ে দেশকে প্রকারান্তরে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ এখন ইসলামী দলগুলোর নেতৃত্বের আসনে দেখতে চায়। তারা দেশে ন্যায়-ইনসাফভিত্তিক ক্ষুধা ও দারিদ্রমুক্ত ইসনাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চায়। নৈতিকতা, ইনসাফ ও জনগণের অধিকার ভিত্তিক শাসন দেখতে চায়। দেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে অচিরেই জনগণের সে আকাঙ্খা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দেশের মানুষ খুবই সচেতন। তাই কোনো ষড়যন্ত্রই জনতার বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
The post আ.লীগ একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে জুলুম চালিয়েছে: গোলাম পরওয়ার appeared first on Ctg Times.