গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ভাইরাল জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি দলের নির্ভরযোগ্য স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ডানহাতি এই অলরাউন্ডার। এরই মধ্যে মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন। দলের সঙ্গেও যোগ দিয়েছেন। গল টেস্টের আগে তিনি অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি।
কলম্বো টেস্ট সামনে রেখে বৃহস্পতিবার গলে আলাদাভাবে অনুশীলন করেছেন মিরাজ। টিম ম্যানেজমেন্ট থেকে জানিয়েছে, মিরাজ এখন অনেক ভালো আছে। মাঠেও এসেছিল।
গল টেস্ট চলাকালেই তাকে ড্রেসিংরুমে দেখা গিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, মিরাজ জ্বর কাটিয়ে উঠেছেন এবং দলের সঙ্গে যোগ দিতে ও অনুশীলন শুরু করতে তার বাধা নেই। গল টেস্টের আগে জ্বর অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার ভয়ে তাকে আলাদা রাখা হয়েছিল।
গল টেস্টে মিরাজের জায়গায় একাদশে জায়গা পান ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ইনিংসে তিনি ডাক মেরেছেন। কলম্বো টেস্টে দলের সমন্বয়ের প্রয়োজনে বিজয় একাদশের বাইরে চলে যেতে পারেন। অবশ্য উইকেট-কন্ডিশন বিবেচনা করে মিরাজকে একাদশে নিয়ে নাঈম হাসানকেও বেঞ্চ করা হতে পারে।
The post কলম্বো টেস্টে ফিরছেন মিরাজ appeared first on Bangladesher Khela.