আন্তর্জাতিক নিয়ম-নীতি লংঘন করে ইরানে ইসরাইলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে এবং হামলা বন্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, জাতীয় বিপ্লবী পরিষদ এবং ইসলামী ঐক্য ও মুসলিম পুনর্জাগরণ পরিষদ নামের সংগঠন।

খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বক্তারা ইরানে ও গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

এদিকে, বায়তুল মোকাররম এলাকায় জুমার আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

খুলনা গেজেট/এমএম

The post ইসরাইলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.