‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’, সরকারের দেয়া এ বার্তা নিয়ে রাজশাহীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।

শুক্রবার (২০ জুন) বেলা ১১টায় রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ইসরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারেও কথা হয়েছে।  এর বাইরে আর কোনো চিন্তা নেই। এরই মধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।’

এছাড়া, নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয়, সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারনা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে।’

এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত সভায় আব্দুস সালাম বলেন, আওয়ামীলীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। কোনো বিএনপি নেতা তাদের জমি দখল করেননি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ এসব রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিবেচ্য না। বিএনপি সকল ধর্মের ও মতাদর্শের দল।

ভারত থেকে পুশইন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত কেন পুশইন করবে সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশ ইন করা ঠিক নয়।’

The post ‘ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে’, সরকারের বার্তায় যা বললেন বিএনপি নেতা appeared first on Ctg Times.