চট্টগ্রাম-২ (ফটিকছড়ি-ভুজপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন বলেছেন, “দীর্ঘদিন ধরে জামায়াত দেশে সৎ, আদর্শবান ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে। দেশের মানুষ এখন আর দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কবলে থাকতে চায় না। তারা একটি কল্যাণমূলক ও ন্যায়ের রাষ্ট্র চায়। এই মুহূর্তে এমন রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই।”

২০ জুন চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াত আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে এবং জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধের অন্যান্য সমমনা দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ হেলালী বলেন, “চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-১০ আসন বহু শহীদের আত্মত্যাগে গৌরবময়। এই এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে পরিবর্তনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।”

সভা পরিচালনা করেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, ডা. খালেদ বিন কবির, ইমরান সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের ইচ্ছাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, আর সে সিদ্ধান্ত আসবে অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে।”

The post জামায়াত সমমনাদের সাথে নিয়ে ক্ষমতায় যাবে: অধ্যক্ষ নুরুল আমীন appeared first on Ctg Times.