চট্টগ্রাম: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার নগরের খুলশী থানায় মামলাটি দায়ের করেন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ।
এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট নগরের ওয়াসা মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করে। এতে ছররা গুলি মাথায়, পায়ে, মুখে ও চোখে লেগে আহত হন এমদাদ। চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা করার পরও তার ডান চোখে দৃষ্টি ফিরেনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মামলাটি পুলিশ তদন্ত করে দেখবে।
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামে এ পর্যন্ত ১৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
The post চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা appeared first on Ctg Times.