সম্পূর্ণ যাত্রাপথে আমরা দুই বাইক সব সময় পাশাপাশি অবস্থান করেছি। কেউ একটু এগিয়ে গেলে আরেকজন অপেক্ষা করেছি। যেন কোনো বিপদ এলে একসঙ্গে মোকাবিলা করতে পারি। ফলে মনে কিছুটা দ্বিধা থাকলেও আত্মবিশ্বাস একেবারে কম ছিল না। বোধ করি, এই ভাবনা আমাদের যাত্রাকে নিরাপদ করেছে। তবে বাইকভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। যেমন দীর্ঘ পথে রাতে একা বাইক নিয়ে বেরোনো বুদ্ধিদীপ্ত কাজ নয়। এ ধরনের যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে পাঁচটি বাইক থাকা ভালো। এতে যেমন নিরাপত্তার ঝুঁকি কম থাকে, পাশাপাশি মনের মধ্যে সাহসও আসে। সেই সঙ্গে ব্যাগে অবশ্যই পর্যাপ্ত পানি রাখতে হবে।